১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না তৈয়বের

আত্মগোপনে থাকা অস্ত্র ও খুনের মামলার পলাতক আসামি মো. আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তৈয়ব রাউজান নোয়াপাড়া এলাকার আবদুল হকের ছেলে।

আরও পড়ুন: ৫ বছর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষকের

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ অক্টোবর জমি নিয়ে বিরোধের জেরে রাউজান থানার নোয়াপাড়া এলাকায় হাকিম চৌকিদারের বাড়ির মো. হারুনকে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে রাউজান থানায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে গোপন সংবাদে র‌্যাব-৭ এর একটি দল বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি তৈয়বকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ছিনতাইয়ের ‘নাটক’ করেও হয়নি শেষ রক্ষা, পুলিশের হাতে ধরা

এ বিষয়ে র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে তৈয়ব।

তিনি আরও জানান, তৈয়ব রাউজান থানার একটি অস্ত্র মামলার ১১ বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!