শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের অসংখ্য এলাকায়

নগরের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: বিদ্যুৎ সংযোগ—পাহাড়ি এলাকায় অতিরিক্ত অর্থ আদায়, অভিযোগ গেল ইউএনওর কাছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত নগরের টেরীবাজার, হাজারী লেইন, বক্সিরহাট, জেনারেল হাসপাতাল, নজির আহমদ চৌধুরী রোডসহ সংলগ্ন সকল এলাকা, পাহাড়তলী-৪, পাহাড়তলী-১৩ ও খুলশী-পাহাড়তলী ৩৩ কেভি সার্কিট-২ এর আওতায় একে খান মোড়, ফকির তালুক, জাকির হোসেন রোড, অলংকার, ঝোলাপাড়া, নোয়াপাড়া, আমানত উল্লাহ রোড, আব্দুল বারেক রোড, আবদুল আলীর হাট, সাগরিকা রোড, পিসি রোড (পূর্ব পাশ), সরাইপাড়া, নয়া বাজার, মৌসুমী আবাসিক এলাকা রোড, নম্বর-১, মৌসুমী আবাসিক এলাকা রোড নম্বর-২, ১ নম্বর পানির কল, বাঁচা মিয়া রোড (আংশিক), তালতলা, আমতলা, বৌ-বাজার ও কাঁচা রাস্তা এলাকা এবং সাগরিকা পিস্তল হাজীর ডিপো এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া আল-আরাফা ইসলামী ব্যাংক, সাগরিকা কাজী মসজিদ, শান্তা পুকুর পাড়, রূপবান কলোনি, হাজী ক্যাম্প জামে মসজিদ, লাকী হোটেল মোড়, অভি আয়েশা জামে মসজিদ, পুকুর সংলগ্ন মাজার, আবদুস সালাম মাস্টার বাড়ি, ১২ নম্বর ওয়ার্ড অফিস, প্রাণ হরি দাশ রোডের মুখে এলবিএস পর্যন্ত কুটুমবাড়ি রেস্টুরেন্ট-অলংকার, এসএম মেট্রো সেন্টার, জোলারহাট বাজার, আবদুল আলী নগর সিটি কর্পোরেশন মার্কেট, হানিমুন টাওয়ার নাহার বোর্ডিং, ইলেভেন স্টার ক্লাব, শিউলী পেট্রোল পাম্প, মদিনা মার্কেট, বাগদাদ হোটেল, আবদুল বারেক রোড, মহিউদ্দিন মার্কেট, আমানত উল্লাহ চেয়ারম্যান কলোনি—নোয়াপাড়া এবং খুলশী-পাহাড়তলী ৩৩ কেভি সার্কিট ২ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: চট্টগ্রাম নগরের যেসব এলাকায় শুক্রবার বিদ্যুৎ থাকবে না

এদিকে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না কোটস্ বাংলাদেশ লিমিটেড, টিঅ্যান্ডটি অফিস, এস আলম মার্ট, হাক্কানী আয়রন মার্ট, শফি মোটরস, কোহিনুর ফ্লাওয়ার মিল, বিএসএ ফ্যাশন, ন্যাশনাল আইচ, রুপালী আইচ, অ্যাপেক্স ফুড, কাস্টম একাডেমী, মডিস্ট বাংলাদেশ লি., সী মার্ক, আর্ক সী ফুড, ভ্যানগার্ড ড্রেসেস লি., শেহজাদ ফুড, জিন্স এক্সপ্রেস, ওয়েস্টার্ন মেরিন ও অরগানিক জিন্সে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!