শিপইয়ার্ডে লোহার শিটে পা আটকে মারা গেল শ্রমিক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে কাজ করার সময় এক রাজমিস্ত্রির সহযোগী নিহত হয়েছেন। নিহতের নাম রাকিব হোসেন (২৬)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কুমিরা সাগর উপকূলে গোল্ডেন ইস্পাত শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

রাকিবের বাড়ি ভোলার মোহাম্মদপুর থানাধীন নুরাবাদ গ্রামে। তার পিতার নাম মো. লোকমান হোসেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে এবার ভেসে এলো শিশুপুত্রের লাশ

থানা সূত্রে জানা যায়, সকালে শিপব্রেকিং ইয়ার্ডে কয়েকজন রাজমিস্ত্রি মিলে একটি দেওয়ালের কাজ করতে যান। দুপুর আনুমানিক সাড়ে ১২টায় তাদের সহযোগী রাকিবের পা লোহার শিটের মধ্যে আটকে যায়। এতে পা কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানা এ ঘটনা সীতাকুণ্ড থানাকে অবগত করে বলে জানা যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিপইয়ার্ডে রাজমিস্ত্রির সঙ্গে কাজ করতে গিয়ে সহযোগী রাকিবের পা কেটে যায়। পরে চমেক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!