সীতাকুণ্ডে ফোর স্টার শিপইয়ার্ডে হঠাৎ লাশ যুবক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় মো. শাহাবুদ্দিন (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

সোমবার (২৯ মে) দুপুর ৩টায় সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকার মো. রুবেলের মালিকানাধীন ফোর স্টার শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন কুমিরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ঘরে গৃহবধূর দগ্ধ লাশ, মাথায় ধারালো অস্ত্রের আঘাত

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন ফোর স্টার শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের উপরে লোহা কাটিংয়ের কাজ করছিলেন। হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, সীতাকুণ্ডের ফোর স্টার শিপইয়ার্ডে এক শ্রমিক নিহতের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!