শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করতে জিইসি মোড়ে ওয়ার্কশপ

শিক্ষিত বেকার তরুণ-তরুণী, গৃহিণী ও শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে দুদিনব্যাপী ফ্রি পেস্ট্রি অ্যান্ড হট ফুড ওয়ার্কশপ করেছে মিল কল কালিনারী একাডেমি এন্ড ক্লাউড কিচেন।

সোমবার (২০ জুন) নগরের জিইসি মোড়ে নেসা ভিলাতে ৩৫ জন শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণের মাধ্যমে এ ওয়ার্কশপ সম্পন্ন হয়।

আরও পড়ুন: রাইড শেয়ারিং—বেকারত্ব দূর হলেও ‘লজ্জায়’ পরিচয় থেকে যায় আড়ালে

এ সময় স্পিকার্স কাউন্সিল স্টার্টআপ ভিলেজ অ্যান্ড ই-বিজনেস প্লাটফর্মের উদ্যোক্তা পরিচালক ইমরান আহমেদ বলেন, ‘চট্টগ্রামবাসীর মধ্যে যারা প্রফেশনালি পেস্ট্রি, বেকিং ও মাল্টি কুইজিন কোর্স করতে চান তাদের জন্য মিল কল ক্লাউড কিচেন এন্ড কালিনারী একাডেমী চালু করেছে বেকিং কোর্স থেকে শুরু করে বিভিন্ন মাল্টি কুইজিন কোর্স। এতে প্র্যাক্টিক্যালভাবে শেখার সুযোগ পাবে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।

তিনি বলেন, আমাদের ট্রেইনার, কনসালটেন্ট ও কোর্স তত্ত্বাবধান করছেন চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন জেলার বড় বড় হোটেল-মোটেল রেস্টুরেন্টের অভিজ্ঞ এক্সিকিউটিভ ও হেড শেফগণ। বিখ্যাত শেফদের কাছ থেকে সরাসরি কাজ শিখে এবং পরবর্তীতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মাসে ৩০ থেকে ৫০ হাজারেরও বেশি আয় করার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!