‘অশোভন’ আচরণ করায় শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন শিক্ষক

বোয়ালখালীতে শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করায় সাইদুল হক (১৫) নামে দশম শ্রেণির ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

রোববার (২২ মে) দুপুরে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম সাইফ হোসাইন।

আরও পড়ুন: রামুতে রাতের খাবার খেয়েই হাসপাতালে বিকেএসপির ১৫ শিক্ষার্থী!

আহত স্কুলশিক্ষার্থী সাইদুল হক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে এ ঘটনায় মর্মাহত বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম।

আহত শিক্ষার্থী সাইদুল হক জানান, শ্রেণিকক্ষে পাঠ চলাকালীন সময় অমনোযোগী থাকার অজুহাতে শিক্ষক সাইফ হোসাইন বেত দিয়ে বেধড়ক পেটান। পিঠে জখম হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা নিয়েছি।

জানতে চাইলে বোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাইদুল হক নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের শাসনে এক শিক্ষার্থীর ইউনিফর্ম রক্তে লাল, আরেকজন হারালেন জ্ঞান

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক সাইফ হোসাইন বলেন, পাঠ চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে পেছনের বেঞ্চে বসে সাইদুল হক উচ্চস্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিল। পরে তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে ‘হাসাহাসি করলে আপনার কী সমস্যা বলে’ উল্টো প্রশ্ন করে। তাই তাকে মেরেছি।

যোগাযোগ করা হলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, মৌখিক অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!