শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ছে

করোনা সংক্রমণ না কমায় দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছু দিন দেখার জন্য মত দিয়েছেন। যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০% ভাগ, হয়ত ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’

আরও পড়ুন: আবারও বন্ধ হলো শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরশু জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে তারা বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখে দেখা যেতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আবার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কারিগরি পরামর্শক কমিটি বললেই সবটা যে হবে, তা নয়। আমাদের আরও অংশীজন রয়েছে। তাদের সঙ্গেও পরামর্শ করতে হয়। এখনই বন্ধ হবে তা আমি বলছি না।

প্রসঙ্গত, ২১ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে পরবর্তী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!