কক্সবাজারে শিক্ষককে জরিমানা, বন্ধ করে দেওয়া হলো কোচিং সেন্টার

করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কোচিং সেন্টার ও বাণিজ্যমেলায় অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ জানুয়ারি) বিকালে বাহারছড়া এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

আরও পড়ুন: রাউজানে স্বাস্থ্যবিধি রক্ষার অভিযানে ৭ মামলা, জরিমানা

অভিযানে সরকারের নির্দেশনা অমান্য করায় পিইএলসি কোচিংয়ের এক শিক্ষককে এক হাজার টাকা জরিমানা করা হয়৷ একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোচিং সেন্টারটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাণিজ্যমেলায় আগত দর্শনার্থী ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে ব্যাটালিয়ন আনসার, কক্সবাজারের সদস্যরা সহযোগিতা করেন।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!