শিকলবন্দী যুবককে মুক্ত করলেন আনোয়ারার এসিল্যান্ড

আনোয়ারায় দীর্ঘদিন ধরে শিকলবন্দী থাকা সাইফুদ্দীনকে (২৮) উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুল্লাহ আল মুমিন। মানসিকভাবে অসুস্থ বলে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ তাঁর ভাইদের বিরুদ্ধে।

অভিযোগ পেয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় তাঁর নিজ বাড়ি মালঘর উত্তর ইছাখালী থেকে সাইফুদ্দীনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁর পায়ের শিকল খুলে দেওয়া হয়। সাইফুদ্দীন ইছাখালী গ্রামের মৃত বজল আহমেদের তিন ছেলের মধ্যে সবার ছোট।

স্থানীয়রা জানায়, সাইফুদ্দীন কাঠমিস্ত্রি ছিলেন। মাঝে মাঝে মানসিক অসুস্থতায় পাগলামিও করতো। ভালো হয়ে গেলে আবার কাজে ফিরতো। তবে এবার দীর্ঘদিন ধরে তাকে আমরা দেখতে পাচ্ছি না।

তাকে উদ্ধারের বিষয়ে এসিল্যান্ড আব্দুল্লাহ আল মুমিন বলেন, মানসিক রোগী বা অন্য কিছু হোক, এভাবে একটা মানুষকে শিকলে বন্দী রাখা যায় না। সে অসুস্থ হলে তার চিকিৎসা নেওয়াটা প্রয়োজন। বিষয়টা আমি খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। সে যদি মানসিক অসুস্থ হয়ে থাকে তাহলে আগে তার পর্যাপ্ত চিকিৎসা সেবা দরকার। এভাবে কাউকে বন্দী রাখাটা অন্যায়।

কেএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!