শাকিব খানকে ‘থাপ্পড়’—নিজেকে দোষী বললেন ঝন্টু

‘থাপ্পড় মেরে শাকিবের দাঁত ফেলে দেওয়া উচিত। তাকে প্রোডাকশন বয়দের দিয়ে পেটানো উচিত।’

কয়েকদিন আগে এমন মন্তব্য করেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তাঁর এ মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পক্ষে-বিপক্ষে চলে বিতর্কের ঝড়।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন স্বয়ং শাকিব খানও। এমনকি তিনি আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান।

আরও পড়ুন: শাকিব খানকে প্রোডাকশন বয়দের দিয়ে পেটানো উচিত

অবশেষে নিজের ভুল স্বীকার করেছেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। শাকিবের উদ্দেশে বলেছেন ‘সরি’।

নির্মাতা ঝন্টুর দাবি, কয়েকজন মানুষ তাকে ভুল বুঝিয়েছিলেন। না বুঝেই তিনি শাকিবের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন।

শাকিবকে ‘থাপ্পড়’ মারা এবং প্রোডাকশন বয় দিয়ে পেটানোর বিষয়ে তিনি বলেন, আমার ঠিক মনে নেই এভাবে বলেছিলাম কিনা। যদি বলে থাকি তবে ইন্ডাস্ট্রির স্বার্থে বলেছিলাম। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরেছি। আমার কথায় যদি শাকিব মাইন্ড করে থাকে, দুঃখ পায়, তাহলে আমি সরি। আমার এভাবে বলা ভুল হয়েছে। আমি আর কোনোদিন এভাবে বলবো না।

আরও পড়ুন: ৬৬ বছর বয়সে বধূ হলেন রোজিনা!

প্রবীণ এ নির্মাতা আরও বলেন, অধিকার নিয়ে বলেছিলাম। শাকিব যেহেতু অধিকার না দিয়ে মাইন্ড করেছে, তাই আমি মনে করি আমার বলাটা উচিত হয়নি। আমি নিজেকে দোষী মনে করছি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!