শহীদ মৌলভী সৈয়দকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর ও পঁচাত্তরের প্রতিরোধযোদ্ধা হিসেবে জীবন উৎসর্গকারী শহীদ মৌলভী সৈয়দকে রাষ্ট্রীয় স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিকেলে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম  আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। গেরিলা মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সংগঠন কার্যালয়ে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রথম শহীদ মৌলভী সৈয়দ। ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে যে ক’জন সাহসী বীর সন্তান জীবন দিয়েছেন, তাদের মধ্যে একাত্তরের গেরিলা কমান্ডার মৌলভী সৈয়দ আহমদ অন্যতম।

সংগঠন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি, সাবেক সিভিল সার্জন, বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মো. কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, মোরশেদ আহমেদ, ইমরান হোসেন মুন্না, এসএম রাফি, মো. জিয়াউদ্দিন, মিশু সেন, সেলিম উদ্দিন, নাসির খান ও প্রদীপ দাশ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!