‘শব্দদূষণ’ চট্টগ্রামে একদিনেই পরিবেশের ৩২ মামলা

শব্দদূষণ রোধে নগরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৩২ মামলায় ৫৫ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নগরের আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

মোবাইল কোর্ট চলাকালে চট্টগ্রাম নগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস আলোকিত চট্টগ্রামকে বলেন, পুরো নগরজুড়ে শব্দদূষণ অসহনীয় হয়ে পড়েছে। হাইড্রোলিক হর্নসহ নানা নিষিদ্ধ হর্ন ব্যবহার হচ্ছে পরিবহনে। এতে শ্রবণজনিত সমস্যায় পড়ছে নগরবাসী। তাই শব্দদূষণ রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন মতিন, হাছান আহম্মদ, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন, মো. মনির হোসেন, ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়াসহ পুলিশ সদস্যরা।

আরএন/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!