এবার একদিনেই ৩৪ শতাংশের বেশি শনাক্ত চট্টগ্রামে

চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত কমেছে প্রায় অর্ধেক। আগের দিনের তুলনায় কমেছে নমুনা পরীক্ষাও।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ১৩৪ নমুনা পরীক্ষায় ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ৬৪৯ জন নগরের এবং ৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ৪ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৩ জন ও উপজেলার ১ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৮১ হাজার ৯৫৯ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৩১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন: গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খুলছে রোববার

সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৮ নমুনা পরীক্ষায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৭৩০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৬৪ জনের।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬৩২ নমুনা পরীক্ষায় ২১৫ জন, এন্টিজেন টেস্টে ১১২ নমুনা পরীক্ষায় ৪৮ জন, শেভরনে ২১৫ নমুনা পরীক্ষায় ৮৭ জন ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১১৭ নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ১ জন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর ১ জন, আনোয়ারার ২১ জন, চন্দনাইশের ৫ জন, পটিয়ার ২ জন, রাউজানের ৭ জন, ফটিকছড়ির ২২ জন, হাটহাজারীর ২ জন, সীতাকুণ্ডের ১২ জন, মিরসরাইয়ের ২ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ৬ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!