শনাক্তের নতুন চূড়ায় চট্টগ্রামের করোনা, মৃত্যুতে এবার নগর ছাড়িয়ে উপজেলা

শনাক্তের নতুন চূড়ায় পৌঁছেছে চট্টগ্রামের করোনা। নগর ও উপজেলা মিলে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে সরকারি হিসাবে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত করোনা রোগীদের মধ্যে নগরের চেয়ে উপজেলার বাসিন্দাই ছিল বেশি।

সোমবার (৯ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৩৭১ নমুনা পরীক্ষায় ৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭৪ জন নগরের এবং ১৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১৩ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৫ জন ও উপজেলার ৮ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৯১ হাজার ২৮ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: করোনা—চট্টগ্রামে ফের বাড়ল মৃত্যু, এবার বেশি নগরে

সোমবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ৭৮৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৫৪ জনের।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৯ নমুনা পরীক্ষায় ১২ জন, এন্টিজেন টেস্টে ৫৯৩ নমুনা পরীক্ষায় ১০৪ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২২৪ নমুনা পরীক্ষায় ৫৬ জন, শেভরনে ৩৬৬ নমুনা পরীক্ষায় ৪৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষায় ১৭ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৯ নমুনা পরীক্ষায় ১৮ জন, মেডিকেল সেন্টারে ৫৩ নমুনা পরীক্ষায় ১৫ জন ও এপিক হেলথ কেয়ারে ১৭৮ নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে সাতকানিয়ার ৩ জন, বাঁশখালীর ৫ জন, আনোয়ারার ৮ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ১৯ জন, বোয়ালখালীর ৪ জন, রাঙ্গুনিয়ার ২ জন, রাউজানের ৪ জন, ফটিকছড়ির ৩৭ জন, হাটহাজারীর ১৮ জন, সীতাকুণ্ডের ২১ জন, মিরসরাইয়ের ৯ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!