২৪ মামলা—১৫ সাজা নিয়ে রুবাইয়া ভেজিটেবলের মালিক হালিশহরে লুকিয়ে ছিল ছদ্মবেশে

দুডজন মামলার আসামি তিনি। এর মধ্যে ১৫ মামলায় সাজাও হয়েছে। এরপরও তিনি ঘুরে বেড়ান ছদ্মবেশে। অবশেষে গ্রেপ্তার হয়েছেন ২৪ মামলার সেই আসামি হাসনাইন হারুন (৪২)।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরের হালিশহর থানাধীন ব্যারিস্টার আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসনাইন হারুন রুবাইয়া ভেজিটেবল অয়েলের মালিক।

তিনি নগরের হালিশহর হাউজিং স্টেটের জি ব্লক এলাকার হারুন অর রশিদের ছেলে।

আরও পড়ুন: ‘ছদ্মবেশ’—বাগানের কামলা সেজে ৭৪ রোহিঙ্গা এসেছে বোয়ালখালীতে

এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবাইয়া ভেজিটেবল অয়েলের মালিক হাসনাইন নগরের বিভিন্ন থানায় অপকর্ম করে বেড়াতেন। এ কারণেই একে একে তাঁর বিরুদ্ধে হয় দুডজন মামলা। এর মধ্যে ১৫টি মামলায় সাজা হয়ে গেছে তাঁর। বেশ কয়েকজন নেতার সঙ্গে তাঁর রয়েছে দারুণ সখ্যতা।

যোগাযোগ করা হলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসনাইন ২৪টি মামলার আসামি। তার মধ্যে ১৫টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি সে। এতদিন এলাকায় ছদ্মবেশে লুকিয়ে ছিল। তবে শেষ রক্ষা পায়নি সে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!