লায়ন্স ক্লাবের জেলা কনভেনশন—৩ দিনের কর্মসূচি শুরু কাল

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা কনভেনশন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ মে) বেলা ১২টায় চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন লায়ন মো. শাহেদুল ইসলাম।

কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৪টায় নগরের জিইসি কনভেনশন সেন্টার থেকে জাকির হোসেন সড়কের লায়ন্স কমপ্লেক্স পর্যন্ত শোভাযাত্রা এবং ২০ ও ২২ মে নেভি কনভেনশন হলে জেলা কনভেনশন।

লিখিত বক্তব্যে জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, চট্টগ্রামে নিরবচ্ছিন্ন সামাজিক কর্মকাণ্ডের ব্যাপ্তি ছড়িয়েছে লায়ন্স ক্লাব। ২৫ বছর ধরে চট্টগ্রামের প্রতিটি উপজেলার পাশাপাশি বৃহত্তর চট্টগ্রাম, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলে নানামুখি সেবা কর্মকাণ্ড পরিচালনা করেছে আন্তর্জাতিক এ সংগঠনটি। বিশেষ করে আই ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সিএলএফ কমপ্লেক্স মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, অন্ধত্ব নিবারণ, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড, ডায়াগনস্টিক ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাডুকেশন, ক্ষুধা নিবারণ, ডায়াবেটিস সচেতনতা, খৎনা ক্যাম্প, সাদাছড়ি দিবস উদযাপন, লায়ন্স স্বর্ণপদক প্রদান, স্কলারশিপ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনার ভয়াবহ সময়ে করোনা সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে অগ্রণী ভূমিকা রেখেছে লায়ন্স ক্লাব। করোনাপরবর্তী সময়েও মানবসেবায় রেখেছে অগ্রণী ভূমিকা।

আরও পড়ুন: রজতজয়ন্তীতে লায়ন্স ক্লাব ইম্পেরিয়াল সিটির বর্ণিল আয়োজন

তিনি আরও বলেন, এ বছর আমাদের ডাক ছিল, ‘সার্ভ ফর ম্যানকাইন্ড’ অর্থাৎ মানবতায় মানবসেবায়। সে ডাক বাস্তবায়নে জেলার ৮৪টি ক্লাব সারাবছর ধরে নিরবচ্ছিন্ন নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করেছে।

কমিটির সেক্রেটারি লায়ন সাংবাদিক হাসান আকবরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী, প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন গভর্নর লায়ন এমএ মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর চৌধুরী, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, সেক্রেটারি লায়ন ইমতিয়াজ ইসলাম ও জিএলটি কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, আয়োজক কমিটির কো চেয়ারম্যান লায়ন মোহসেন আলী মহসিন, লায়ন নিশাত ইমরান, সদস্য লায়ন বদিউর রহমান, লায়ন কাশেম শাহ প্রমুখ।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!