লামায় বিজয় দিবস—তোপধ্বনিতে শুরু, পরে প্রামাণ্যচিত্র

লামা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেছে মহান বিজয় দিবস।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ৮টা থেকে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

আরও পড়ুন : লামার ৭ বিজয়ীকে ফুল দিয়ে বরণ করলেন বীর বাহাদুর

এর আগে ভোর সাড়ে ৬টায় উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে।

পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অতিথিরা।

বেলা ১২টায় লামা উপজেলা পরিষদ হল রুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।

ইলিয়াছ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!