নিউমার্কেটের হোটেল এবিপির কাঁধে উঠল লাখ টাকার দণ্ড

নগরের নিউমার্কেট মোড়ের হোটেল এবিপি’র রান্নাঘরে অপরিচ্ছন্ন ও নোংরা এবং কর্মচারীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় ১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: ধরা খেল জামান এক্সক্লুসিভ বিরানী হাউজ, কাঁধে উঠল লাখ টাকা দণ্ড

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী আলোকিত চট্টগ্রামকে বলেন, নিউমার্কেট মোড়ের হোটেল এবিপির রান্নাঘর ছিল অপরিচ্ছন্ন ও নোংরা। এছাড়া কর্মচারীদের হেলথ ফিটনেস সনদও ছিল না। এসব অপরাধে হোটেল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!