লাইসেন্স ছাড়াই হাজার হাজার লিটার সয়াবিন তেল মজুত করেছিল ২ প্রতিষ্ঠান

অবৈধভাবে সয়াবিন তেল মজুত করায় খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

শুক্রবার (৬ মে) রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্সকে এক লাখ এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেন।

আরও পড়ুন: টেকনাফে দুই সহযোগীসহ ধরা খেল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান

ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, রামগড়ের কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুতের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে খাঁন ট্রেডার্সের গোডাউনে ৫৭ হাজার লিটার এবং আলমগীর স্টোরে ১১ হাজার লিটার সয়াবিন তেল মজুত পাওয়া যায়। তাদের তেল ব্যবসার লাইসেন্স ছিল না। বাজারে সংকট সৃষ্টিকারী এসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মকর্তা ছাড়াও বাজার পরিচালনা কমিটি, স্থানীয় কাউন্সিলরসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!