লঙ্কার বিরুদ্ধে লড়াইয়ের আগেই সুখবর পেলেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ভালো খবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। করোনামুক্ত হয়েছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান।

নতুন করে করানো করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আরও পড়ুন: বাঁশখালীর লিচুতে এবার পোকা নেই, দামও বাড়তি

জানা গেছে, আজ (শুক্রবার) বিকেলেই রাজধানী থেকে বন্দরনগরী চট্টগ্রামে চলে যাবেন সাকিব। তবে তাঁর প্রথম টেস্টে অংশগ্রহণ এখনও অনিশ্চিত।

প্রসঙ্গত, গত ৯ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করানো পরীক্ষা করোনা পজিটিভ হন সাকিব। করোনা প্রটোকল অনুযায়ী পাঁচদিন আইসোলেশনে থেকে ১৫ মে পুনরায় পরীক্ষা করানোর কথা ছিল তাঁর। তবে আগেই পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল পাওয়া গেছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!