লকডাউন দেখতে এসে কপালে জুটল কারাদণ্ড

লকডাউন কেমন চলছে দেখতে বাইরে বের হয়ে আর ঘরে ফিরতে পারেননি তারা। যেতে হয়েছে কারাগারে।

শনিবার (৩ জুলাই) উখিয়ায় বশির মিস্ত্রি (৩৫) ও শফিউল করিম (২১) নামের দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বশির হলদিয়াপালং ইউনিয়নের হাতিরঘোনা এলাকার ওলা মিয়ার ছেলে এবং শফিউল রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়ার ইয়াছিনের ছেলে।

এছাড়া লকডাউন অমান্য করে টমটম নিয়ে রাস্তায় বের হওয়ায় ওসমান সরওয়ার (৩৩) নামের এক টমটমচালককে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ওসমান রাজাপালং ইউনিয়নের সিকদারবিল এলাকার সোলতান আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ।

লকডাউনের তৃতীয় দিনেও শনিবার সকাল থেকে তৎপর সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিন ডিসি ও এসপির নেতৃত্বে শহরের বাজারঘাটা, ভোলা বাবুর পেট্রোল পাম্প এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালিত হয়।

এ সময় মাস্কবিহীন লোকজনের মাস্ক বিতরণ করার পাশাপাশি সচেতন করা হয়।

এদিকে উখিয়ায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ সময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদ ও স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!