এবার পোর্ট কানেকটিং রোডে ‘বাংলা’ অভিযান

ভাষার মাসেও প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নগরের পোর্ট কানেকটিং রোডে ৯ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমান আদালত।

অভিযানে প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখার অপরাধে পোর্ট কানেকটিং রোডের বে লিফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, কে বেকারিকে ২ হাজার টাকা, এপেক্স শো-রুমকে ৫ হাজার টাকা, ভাইব্রেন্টকে ৩ হাজার টাকা, জেন্টল পার্ককে ৫ হাজার টাকা, ব্লু মুনকে ৩ হাজার টাকা, হোলোল্যান্ডকে ২ হাজার টাকা, বাটা শো-রুমকে ২ হাজার টাকা ও রিগ্যাল এম্পোরিয়ামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ‘বাংলা অভিযানে’ ধরা খেল লালখানবাজারের ২ প্রতিষ্ঠান

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

একইদিন অপর অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে সাত দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বায়েজিদ বোস্তামী রোডে পরিচালিত এ অভিযানে নেতৃৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

এদিকে নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা অভিযোগে চসিক আইনে করা মামলায় আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চসিক কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

এএইচ/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!