কুটুমবাড়ি—হান্ডি—কাচ্চি ডাইনসহ নামিদামি রেস্টুরেন্টকে জরিমানা

বিধিনিষেধ অমান্য ও টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশন করায় ১২ রেস্তোরাঁকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জানুয়ারি) নগরের আগ্রাবাদ, ওয়াসা ও দামপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিক জানায়, অভিযানে আগ্রাবাদ এলাকার বনেদী রেস্তোরাঁ সিলভার স্পুন, দ্য কপার চিমনি, ওরিয়েন্টি এবং কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে শিক্ষককে জরিমানা, বন্ধ করে দেওয়া হলো কোচিং সেন্টার

এছাড়া ওয়াসা মোড়ের কুটুমবাড়ি ও গ্র্যান্ড মোগলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং দামপাড়া এলাকার হান্ডিকে ৫ হাজার ও ধাবাকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাকি তিনটি রেস্তোরাঁকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম জানান, সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন ও করোনার সংক্রমণ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জরিমানার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!