রিমান্ডে জামায়াত নেতা শাহজাহান

হাটহাজারীতে নাশকতার মামলায় গ্রেফতার হওয়া চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার (১৫ মে) পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহজাহান চৌধুরীকে শনিবার (১৫ মে) দিবাগত রাত আড়াইটায় সাতকানিয়ার ছমদরপাড়ার তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে থানা, ভূমি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদি হয়ে চারটি মামলা করে।

নাশকতা ও সহিংসতার দায়ে বিভিন্ন সময়ে আরো অনেক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!