রামুতে হঠাৎ পাহাড়ধস, রাতের খাবার খেতে বসে তিন নারীসহ একই পরিবারের ৪ লাশ

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে এক পরিবারের ৪ জন প্রাণ হারিয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।

মারা যাওয়াদের মধ্যে তিনজনই নারী। তারা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, রান্না ঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড়ধসে তারা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এই পাহাড়ধস তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল থেকে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা মোস্তফা বলেন, পরিবারটি ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে ঘর বানিয়ে বসবাস করছিল। সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড়ধসে তাদের মৃত্যু হয়।

বলরাম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!