রামদা’র কোপে পুলিশের হাতের কব্জি কেটে পালাল আসামি

লোহাগাড়ায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে এক পুলিশ সদ্যসের হাতের কব্জি। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিসহ আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি (২৮), কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।

আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগে হ-য-ব-র-ল, খুনের মামলার আসামি—অছাত্রদের দখলে কোতোয়ালী কমিটি

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোছাম্মৎ নাছিমা বলেন, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। ধারাল দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ জানায়, স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!