রাতের আঁধারে কিরিচ-রামদা নিয়ে নতুন পাহাড়ে লুকিয়ে ছিল ৪ ডাকাত

চকরিয়ায় ডাকাতির প্রস্ততির সময় ৪ যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি কিরিচ, একটি রামদা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

রোববার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের বাদশারটেক নতুন পাহাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

এদিকে সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে আটকদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: নির্জন বেড়িবাঁধে ঘুরছিল ডাকাত ওসমান গণি, সঙ্গে ছিল অস্ত্র-গুলি

আটকরা হলেন- চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার বশির আহাম্মদের ছেলে মিশকাতুল মাসাবী (২৬), একই এলাকার জিয়াউর রহমানের ছেলে মো. সাগর (২২), পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমাইন্ন্যারচর গ্রামের মৃত ফজল করিমের ছেলে মো. আব্দুল হামিদ (৪৩) ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়ার সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম জিসাদ (২৫)।

এ বিষয়ে চকরিয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. আব্দুল জব্বার বলেন, রোববার রাত ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের বাদশারটেক নতুন পাহাড় এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!