রাঙামাটি শহরের শতাধিক পরিবারকে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পার্বত্য রাঙামাটি শহরের শতাধিক হতদরিদ্র পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইসিবি’র সদর জোন কর্তৃপক্ষ।

২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও রাঙামাটি রিজিয়নের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সদর জোন ১১ ইবির সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরজোনের অধিনায়ক বিএ-৬৮৮৩ লে. কর্নেল এসএম আমিনুল ইসলাম।

রাঙামাটি শহরের ভেদভেদি কলেজ গেট, মোহাম্মদপুর, রিজার্ভবাজার, বনরূপা, শান্তিনগর এলাকার কর্মহীন, দুস্থ এবং অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আটা, আলু, লবণ, একটি করে লুঙ্গি ও গামছাসহ একটি করে ত্রাণসামগ্রীর প্যাকেট প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণবসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মানিক/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!