রাউজান প্রেস ক্লাবের কমিটি নবায়ন, শফিউল-জয়নালই সভাপতি-সম্পাদক

রাউজান প্রেস ক্লাবের কমিটি নবায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার জলিলনগর সংগঠনের কার্যালয়ে এক সভা সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সবার সম্মতিতে বর্তমান কমিটিকে পুনরায় এক বছরের জন্য নবায়ন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, মাওলানা বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবীবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু ও দপ্তর সম্পাদক আমির হামজা, শাহাদাৎ হোসেন সাজ্জাদ।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১টায় রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।

প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা—‘হটস্পট’ হাটহাজারী, সংক্রমণের ‘বিপজ্জনক গতি’ রাউজান-বোয়ালখালীতেও

সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউছুফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, সহ-সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা মাদল বড়ুয়া, নুরুল আবছার, পৌর যুবলীগ নেতা আবু ছালেক, সাজ্জাদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। স্বাধীনতাবিরোধী অপশক্তি ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ চালিয়ে বঙ্গবন্ধু আদর্শকে বিনাশ করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!