রাউজানে টিভি-ফ্রিজসহ আটক ৩ চোর কারাগারে

রাউজানে চুরির মালামালসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) ভোরে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে টিভি, ফ্রিজ, পাখা, কম্প্রেসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ চুরি করা নিত্যপ্রয়োজনীয় জিনিস উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মোটরসাইকেল চুরি চট্টগ্রামে—বেচে অন্য জেলায়, ২ চোর পুলিশের জালে

তারা হলেন- রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির আবদুল গাফফার সুলালের ছেলে মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০), একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ (২১) ও নোয়াখালী জেলার হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে ও রাউজান বাঘপুকুর পাড়ের বাসিন্দা মো. হাসান (১৯)।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক তিনজন পেশাদার চোরচক্রের সদস্য। গত ৩ আগস্ট নন্দিপাড়ার প্রয়াত শ্যামল ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনায় ইলা ভট্টাচার্য্য মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যে চুরি করা জিনিসপত্র উদ্ধার করা হয়। আজ (সোমবার) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!