চারদিকে গন্ধ, সেখানেই তৈরি হচ্ছিল রমজানের সেমাই

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে আবদুল মান্নান সেমাই কারখানাকে (৪৭ মার্কা সেমাই) ৮০ হাজার টাকা ও রফিক ফুড প্রোডাক্টসকে (ডাবল আম মার্কা সেমাই) ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নগরের বাকলিয়ার রাজাখালী ও আছাদগঞ্জের ওসমানিয়া লেইনে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: রমজানের জমজমাট বাজারে ছড়িয়ে দিতে জাল টাকা তৈরি করেছিল ৪ যুবক

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নগরের বাকলিয়া রাজাখালীতে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে সেমাই প্রস্তুত করার অপরাধে আবদুল মান্নান সেমাই কারখানাকে (৪৭ মার্কা সেমাই) ৮০ হাজার টাকা ও রফিক ফুড প্রোডাক্টসকে (ডাবল আম মার্কা সেমাই) ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, একই অভিযানে আছাদগঞ্জের ওসমানিয়া লেইন থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!