‘যুবলীগ নেতা গ্রেপ্তার’—চুরি ডাকাতিসহ ৪ মামলার আসামি

মিরসরাইয়ে চুরি-ডাকাতিসহ চার মামলার আসামি যুবলীগ নেতা বদরুল ইসলাম (৩২) প্রকাশ শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মলিয়াইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বদরুল সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়ার ১নং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। এছাড়া তিনি সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে মেরে লুকিয়েও শেষমেশ ধরা খেল খুনি

জানা গেছে, বদরুল চরাঞ্চলের একসময়ের ত্রাস খান গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরে সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর থেকে তিনি সাহেরখালী-মঘাদিয়া উপকূলীয় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

মিরসরাই থানার পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশগুপ্ত বদরুল হাসান শিবলুর গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বদরুলের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি, দুটি চুরি ও একটি মারামারির মামলা রয়েছে। রোববার (৯ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।

মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা বলেন, কেউ যদি অপকর্ম করে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কারও অপকর্মের দায়ভার সংগঠন নেবে না।

আজিজ/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!