ধাক্কা দিয়ে ফেলে যুবকের ওপর বাস চালিয়ে দিল চালক

আনোয়ারায় পিএবি সড়কের শোলকাটা লাবিবা কমিউনিটি সেন্টারের সামনে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মো. আবদুর রহমান (২৪) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত আবদুর রহমান বাঁশখালীর পুঁইছড়ি গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি নগরের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুন : মুহূর্তেই মৃত্যু—বাসের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টায় বাঁশখালীগামী মোটরসাইকেলের সঙ্গে শহরগামী একটি বাসের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার পকেট থাকা আইডি কার্ড ও কাগজ থেকে পরিচয় নিশ্চিত করেন। এ সময় স্থানীয়রা বাসটি আটকে রাখে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং গাড়ি দুটি থানায় নিয়ে যায়। তবে বাসচালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!