ম্যানসিটির হাতে উঠলো প্রিমিয়ার লিগ শিরোপা

গত পাঁচ মরশুমে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে লেস্টার সিটির কাছে ২-১ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পর তিন ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় গার্দিওলার শিষ্যদের।

আগামী বৃহস্পতিবার লিভারপুলের বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টারে ইউনাইটেড। সেজন্য লেস্টারের বিরুদ্ধে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে পাঠিয়েছিলেন কোচ। ফলে আরো কঠিন হয়ে পড়ে ম্যান ইউ’র লড়াই। খেলার ১০ মিনিটেই লিউক থমাসের গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। দলের হয়ে এটি ছিল থমাসের প্রথম গোল। তবে এর কিছু সময় পর গ্রিনউডের গোল সমতা ফেরায় ম্যান ইউ।

কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে আবারো এগিয়ে যায় লেস্টার সিটি। কর্নার কিক থেকে দুর্দান্ত হেডে ম্যান ইউ’র জালে বল জড়ান সয়ুনসু। এরপর আর সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যানচেস্টার ইউনাইটেডের এ হারে ১০ পয়েন্টে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটির এখন কেবল শিরোপা হাতে উদযাপনের প্রতীক্ষা।

 

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!