ম্যাজিস্ট্রেট আসার খবরে পালিয়ে গেল ডাম্পট্রাক—এক্সেভেটর ফেলে

লোহাগাড়ায় ম্যাজিস্ট্রেট আসার খবরে পালিয়ে গেল অবৈধভাবে মাটি উত্তোলনকারীরা। এসময় জব্দ করা হয়েছে মাটি কাটায় ব্যবহৃত এক্সেভেটর ও ডাম্পট্রাক।

রোববার (২১ নভেম্বর) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি পণ্ডিতপাড়ার টংকাবতি নদী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিল কয়েকজন।

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেট আসার খবরে দুই স্পটের বালু ফেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ (রোববার) বিকাল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতুর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা জানান, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি পণ্ডিতপাড়ার টংকাবতি নদী এলাকায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটছিল একটি মহল। এ সময় অভিযানে গেলে খবর পেয়ে অপরাধীরা মাটিবাহী ডাম্পট্রাক ও এক্সেভেটর ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে এগুলো জব্দ করে নিয়ে আসা হয়েছে।

অভিযানে লোহাগাড়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!