গুরুতর অপরাধ না হলে প্রবেশন আইন অনুসরণের নির্দেশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের

আগের মামলা না থাকলে বা কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত না হলে তাদের ক্ষেত্রে দ্য প্রবেশন অব অফেন্ডারস অ্যাক্ট ১৯৬০ এর বিধানাবলী অনুসরণ করার নির্দেশনা দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আওয়াল।

শনিবার (১১ জুন) সকাল ১০টায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তিনি এ কথা বলেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চাল নিয়ে চালবাজি—হানা দিলেন ম্যাজিস্ট্রেট, চালের আড়ত সিলগালা

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আওয়াল বলেছেন, জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত ও দক্ষতার সঙ্গে মামলার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একইসঙ্গে বিচারপ্রার্থীর কল্যাণে সব বিভাগকে একসঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ক্রোকি পরোয়ানা তামিল হচ্ছে না। তাছাড়া ওসিদের প্রসেসসমূহ এক মাসের মধ্যে জারি করে প্রতিবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করার প্রতি সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, মানবাধিকার সমুন্নত রেখে বিচারপ্রার্থী জনগণের কাঙ্খিত ন্যায় বিচার দ্রুততম সময়ে নিশ্চিতকরণ ও আইনের শাসন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। পারষ্পরিক তথ্য বিনিময়ের মাধ্যমে বিদ্যমান সমস্যাসমূহ আলোচনার মাধ্যমে সমাধান করলে কাজের মুল্যায়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। এভাবেই ফৌজদারি বিচার ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মু. আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মনীষা মহাজন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান, জুয়েল দেব, সারোয়ার জাহান, কাজী শারীফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন ও মো. অলি উল্লাহ্।

আরও পড়ুন: মালামাল রেখে ওরা দখল করল ফুটপাত, ম্যাজিস্ট্রেট দিলেন একের পর এক মামলা

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মো. হাশেম, সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) মো. জসিম উদ্দিন, এডিসি (প্রসিকিউশন) মো. কামরুল হাসান, এসি ডিবি (উত্তর) মো. কামরুল হাসান, এসি (প্রসিকিউশন) ওয়াহিদ উল্লাহ্সহ নগরের সব থানার ওসি, পিবিআই পুলিশ সুপার (মেট্রো) নাইমা সুলতানা, র‌্যাব-৭ স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি আনোয়ার হোসেন, সিআইডির পুলিশ পরিদর্শক এএম ফারুক, সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মন্নান, ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. চিন্ময় বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (মেট্রো) মুকুল জ্যোতি চাকমা এবং প্রবেশন অফিসার পারুমা বেগম।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!