মেয়াদ ছাড়া অবৈধ পণ্য বেচে আমতলের কাজী স্টোর

নগরে অবৈধ-মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও শিশুখাদ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নিউমার্কেট ও আমতল এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

আরও পড়ুন : মেয়াদ পেরিয়ে যাওয়া শিশুর খাবার বেচে ফুলকলি

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে আমতল মোড়ের কাজী স্টোর, বশর ট্রেডিংসহ তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও শিশুখাদ্য বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!