উখিয়ায় পাহাড় ধসে মুহূর্তেই ৩ লাশ, ১ জনকে খুঁজছে ফায়ার সার্ভিস

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার উখিয়া সদরের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর (২০)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া নিখোঁজ শ্রমিকেরও পরিচয় মিলেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিলেন রোহিঙ্গা শ্রমিকরা। মাটি কাটার এক পর্যায়ে পাহাড় ধসে তিন শ্রমিক মাটিতে চাপা পড়েন।

পরে খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার করে আরও দুজনের লাশ।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, দুজনের লাশ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবরের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে নিহতদের লাশ উখিয়া থানায় নেওয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!