মুহূর্তেই দাউ দাউ আগুন, শুধু প্রাণটা নিয়ে বের হলেন বিধবা নারী

সন্দ্বীপে দাউ দাউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক বিধবার বসতঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শান্তিরহাট এলাকার বাসিন্দা ভুঁইয়া হাজির বাড়ির বিধবা আঞ্জুমান আরা’র ঘরে হঠাৎ আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: মিয়াখান নগরে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের দুই ঘণ্টার যুদ্ধ

আঞ্জুমান আরা বলেন, আগুন লেগে মুহূর্তেই ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি।

সন্দ্বীপ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আশপাশে ছড়িয়ে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

ক্ষতিগ্রস্ত মৃত গুরা মিয়ার স্ত্রী বিধবা আঞ্জুমান আরা বেগমের দাবি, এ ঘটনায় ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, এ ঘটনায় ১ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছি।

শেখ সালাউদ্দিন/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!