মুখ্যমন্ত্রী মমতাকে ৫ লাখ টাকা জরিমানা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লাখ টাকা জরিমানা করেছেন কলকাতা হাইকোর্ট।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়কে চ্যালেঞ্জ করে মমতা যে মামলা দায়ের করেছিলেন তারই সঙ্গে সম্পৃক্ত একটি আবেদন করার জন্য আদালত তাকে এই জরিমানা করেছেন।

মমতার মূল মামলাটি যে এজলাসে বিচারের জন্য গিয়েছিল, তার বিচারক বদল চেয়ে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী।

বুধবার (৭ জুলাই) মুখ্যমন্ত্রীর আবেদনটি খারিজ করে দিয়ে বিচারক মন্তব্য করেন।  তিনি মনে করেন না যে, এই মামলায় তার দিক থেকে কোনো স্বার্থের সংঘাত ছিল।

রায়ের পরে নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান জানান, মামলা সরানোর আবেদন করেছিলাম বলেই জরিমানা করা হয়েছে। এই জরিমানার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাবো।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!