চট্টগ্রামে দখলদারদের কবল থেকে ৫ সরকারি বাড়ি মুক্ত করল জেলা প্রশাসন

নগরে পাঁচটি সরকারি পরিত্যক্ত বাড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) খুলশী এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন : মামলার জালে চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএও—রয়েছে ৫ কর্মচারীও

সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা সরকারি পাঁচটি পরিত্যক্ত বাড়ি উদ্ধার করা হয়েছে। এর আগে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের ১৭০তম সভায় দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত হয়। উচ্ছেদ করা পরিত্যক্ত বাড়িগুলো গণপূর্ত বিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পূষণ চক্রবর্তী, উপসহকারী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ও সৌরজিত বড়ুয়া উপস্থিত ছিলেন।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!