মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগপূর্তি

মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের প্রতিষ্ঠার এক যুগ পূর্তিতে আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নগরের সংগঠন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি নূরে আলম সিদ্দিকী।

নারীনেত্রী অ্যাড. সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ‍্যাপক ও সিন্ডিকেট সদস‍্য মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (ছাত্রকল‍্যাণ) পংকজ বিশ্বাস ও চুয়েটের সেকশন অফিসার ইমরান হোসেন।

বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আবদুল মালেক খান, রঞ্জন দাশগুপ্ত, ডা. ফজলুল হক সিদ্দিকী, ইঞ্জি. পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, কামাল হোসেন রিজভী, মোস্তাফিজ বিপ্লব, এসএম রাফি, আবদুর রহিম, মামুন হোসাইন মেরিন, শাহরিয়ার মুনতাসীর মাহী, রিমন চৌধুরী আরমান, প্রদীপ দাশ ও আকবর আলী।

সভায় বক্তারা বলেন, অস্তিত্বে বঙ্গবন্ধু, চেতনায় মুক্তিযুদ্ধ, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দৃঢ় প্রত‍্যয়ে অবিচল মুক্তিযুদ্ধের প্রজন্ম। বঙ্গবন্ধুর আদর্শিক পথে উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে নতুন প্রজন্মের সন্তানদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!