যেভাবে মিয়ানমারের ভুট্টা হয়ে গেল হুইস্কি

মিয়ানমার থেকে আসা একটি জাহাজ থেকে ৬১ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।

সোমবার (২৮ নভেম্বর) সকালে বন্দরের বহির্নোঙরে এমভি এমসিভি-৬ নামের জাহাজ থেকে এসব হুইস্কি উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভুট্টাবাহী জাহাজটি আসে। জাহাজটির স্থানীয় এজেন্ট আগ্রাবাদের মাল্টিপোর্ট শিপিং লিমিটেড বলে জানান অভিযান চালানো কর্মকর্তারা।

আরও পড়ুন: মিয়ানমারের নাগরিক ২ বোন মিলেই চট্টগ্রামে চালাত ইয়াবার বড় ব্যবসা

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ।

তিনি বলেন, ঘোষণা বহির্ভূতভাবে আনা এমভি এমসিভি-৬ নামের জাহাজটি থেকে ৬১ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বোতলে প্রায় ৪২ লিটার ৬৫০ মি.লি. হুইস্কি রয়েছে। জাহাজটি ভুট্টা নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে এসেছে।

শুল্ক গোয়েন্দার এই কর্মকর্তা আরও বলেন, ঘোষণা বহির্ভূত বিদেশি হুইস্কি উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!