মিরসরাইয়ে রাস্তায় কাঠের স্তূপ করায় দণ্ড

মিরসরাইয়ে রাস্তা-ফুটপাত দখল করায় একটি করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

আরও পড়ুন: আনোয়ারায় রাস্তায় মাল রেখে মামলার জালে ২ ব্যবসায়ী

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, আজ দুপুরে উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে রাস্তা ও ফুটপাত দখল করে করাতকলের গাছের টুকরা স্তূপ করে রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, রাস্তায় রাখা কাঠগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াওদ আশপাশের অন্যান্য দোকানগুলোকে সতর্ক করা হয়।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!