মিরসরাইয়ে প্রবাসীর কৃষি জমি থেকে স্থাপনা উচ্ছেদ

মিরসরাইয়ের কৃষি জমিতে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও ব্যবসায়ী ফখরুল ইসলাম খান অনুমোদন ছাড়া এসব স্থাপনা নির্মাণ করেছিলেন।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে পৌরসভার জামালপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পৌর মেয়র রেজাউল করিম খোকন।

আরও পড়ুন: মিরসরাইয়ে রাস্তায় কাঠের স্তূপ করায় দণ্ড

মেয়র বলেন, চলতি বছরের ৫ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিন কৃষি জমিতে সরকারি-বেসরকারি সব ধরনের স্থাপনা নির্মাণে অনুমোদন না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রবাসী ফখরুল অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণের জন্য টিন ও আরসিসি পিলার দিয়ে বিশাল একটি কৃষি জমি ঘেরা দিয়ে সেখানে ব্লক এনে রাখেন। এছাড়া ওই জমির বেশকিছু অংশ জোর করে তিনি দখল করেছেন বরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর দ্বিতীয় তফসিলের ৩৬ (৩) ক্রমিকের আলোকে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে প্রবাসী ফখরুল ইসলাম খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!