মাস্ক না পরায় মামলা খেল ৫ ব্যক্তি

করোনা সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চালিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে চকরিয়া পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উত জ্জামান ও চকরিয়া থানা পুলিশের একটি দল।

আরও পড়ুন: হাইকোর্টে পিটিশন—দুদকের মামলায় ওসি প্রদীপ দম্পতির সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

চকরিয়া উপজেলা প্রশাসন অফিস সহকারী নেপাল কান্তি দাশ আলোকিত চট্টগ্রামকে বলেন, দেশে করোনার সংক্রমণ বেড়ে গেছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপনও জারি করেছে। কিন্তু সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। তাই মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে ও সচেতনতা বাড়াতে বুধবার সকাল থেকে চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্কবিহীন পথচারীদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আড়াই হাজার টাকা জরিমানা করে তাদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের জারি করা বিধিনিষেধ পালনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মুকুল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!