মার্চেই আসছে ওমিক্রনের টিকা

আগামী মার্চে আসছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের টিকা। টিকা তৈরিকারক প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নতুন টিকা নিয়ে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক জানিয়েছে, আগামী মার্চের মধ্যেই তারা বাজারে আনতে পারবে ওমিক্রনের টিকা।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা সংবাদ মাধ্যমকে জানান, ওমিক্রনকে মাথায় রেখে টিকা তৈরির কাজ চলছে। যারা এর আগে টিকা নিয়েছেন, তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ফাইজার।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনার বিশাল ঢেউ, শনাক্ত পৌঁছল নতুন চূড়ায়

আলবার্ট বোরলা বলেন, টিকা প্রস্তুত হয়ে যাবে আগামী মার্চে। টিকার কার্যকারিতা প্রসঙ্গে আলবার্ট বলেন, এখন বিদ্যমান টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ভালো সুরক্ষা দিয়ে থাকে।

বায়োএনটেকের সিইও স্টিফানে ব্যানসেলও বলেছেন, আমাদের প্রতিষ্ঠান ওমিক্রনের কথা মাথায় রেখে একটি বুস্টার ডোজ তৈরিতে কাজ করছে। এ টিকা আগামী মার্চে প্রস্তুত হবে। করোনার নতুন ধরন অমিক্রন ইতোমধ্যে ১০০টির বেশি দেশে ছড়িয়েছে। যার মধ্যে আছে বাংলাদেশও।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!