মারা গেলেন সাবেক চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী, ভূমিমন্ত্রীর শোক

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেন (৭৮) চৌধুরী মারা গেছেন।

রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় নগরের মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

নবী হোসেন চৌধুরীর নাতি মো. আতিকুর রহমান আতিক জানান, গতকাল (রোববার) সন্ধ্যায় নানাভাই পায়ে ব্যথা লাগছে বলছিল। রাত দশটার দিকে তিনি বলেন, ‘খুব খারাপ লাগছে।’ সঙ্গে সঙ্গে আমরা তাকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসি। সেখানে তিনি মারা যান।

আরও পড়ুন : হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেলেন চেয়ারম্যান প্রার্থী সোহেল

নবী হোসেন চৌধুরী বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর বাবা। তিনি উত্তর বন্দর গ্রামে আল্লামা নঈম উদ্দিন কাদেরী (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।

আজ সোমবার দুপুর দুইটায় বন্দর কাফকো হাউজিং কলোনি সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

এদিকে নবী হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর এবং বৈরাগ ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান নোয়াব আলী।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!