হাটহাজারীতে রাস্তা-ফুটপাত দখল করে বাণিজ্য করায় মামলা খেল ২৬ ব্যবসায়ী

হাটহাজারীতে রাস্তা-ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে করা ২৬ মামলায় ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সরকারহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: ‘শব্দদূষণ’ চট্টগ্রামে একদিনেই পরিবেশের ৩২ মামলা

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সরকারহাট থেকে নাঙ্গলমোড়ামুখী রোডে ফুটপাতে দোকান বসিয়ে ব্যবসা করায় ২২ দোকানিকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় মাংসের দোকানে মূল্যতালিকা না রাখায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা, জন্মনিবন্ধন ফরম পূরণ করে অতিরিক্ত টাকা আদায়ের অপরাধে এক কম্পিউটার দোকানিকে ১ হাজার টাকা, আফ্রিকান মাগুর বিক্রির করায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে ২৬ মামলায় সাড়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, সরকারহাট এলাকায় ফুটপাতে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে ২৬ মামলায় ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!