ফেসবুকে চাকসু ভিপিকে কটূক্তি—মামলার আসামি ছাত্রদল নেতাসহ ১৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে ছাত্রদল নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দীন।

বুধবার (১ জুন) সকালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক হুমায়ন কবিরের আদালতে তিনি এ মামলা দায়ের করেন।

এদিকে আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: চকরিয়ায় খুন—সেই আদর চেয়ারম্যানকেই প্রধান আসামি করে মামলা

মামলায় হাটহাজারী ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকিকে প্রধান আসামি করে নুরুল কবির চৌধুরী, মির্জা এমদাদ, ফখরুল হাসান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, যুবদল নেতা জিএম সাইফুল ও অজ্ঞাত ১০জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়।

বাদীর আইনজীবী আবু হেনা আলোকিত চট্টগ্রাম বলেন, সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ভিপি নাজিম আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার বিরুদ্ধে ইচ্ছেকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করা হয়েছে। আমি আগে থেকে তাদের কাউকে চিনতাম না। পরে খবর নিয়ে জানলাম তারা সবাই ইয়াবা সেবন করে। আশাকরি সুষ্ঠু বিচার পাব।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!